বিড়ালকে কি মুরগির কলিজা খাওয়ানো উচিত?
বিড়ালকে কি মুরগির কলিজা খাওয়ানো উচিত?
আমরা জানি, পালিত মুরগির জন্য বিভিন্ন মাত্রায় হরহামেশাই এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিশেষ করে বাণিজ্যিক ভাবে পালিত মুরগির ফার্মে। যথাযথ নিয়ম মেনে withdrawal period মেনেও বাজারে বিক্রি করা হয় না। তাই উচ্চ মাত্রায় একাধিক এন্টিবায়োটিক ব্যবহৃত মুরগির কলিজা এবং হাড়ে এন্টিবায়োটিক residue / এন্টিবায়োটিকের ক্ষতিকর পদার্থ থাকে।
ফলে দীর্ঘদিন আপনার বিড়ালকে কলিজা খাওয়ানো মানে আপনি নিয়মিত এন্টিবায়োটিক খাওয়াচ্ছেন। এভাবে দীর্ঘদিন কলিজা খাওয়ালে পরবর্তীতে বিড়ালের জন্য কোন এন্টিবায়োটিক দিলে তা কাজ করবে না। ফলে সহজেই সামান্য ছোট রোগ হলে আর ওষুধে কাজ করবে না। বিড়াল মৃত্যুর দিকে আগাতে থাকবে।
আবার আপনি যদি নিশ্চিত থাকেন যে, আপনার কেনা কলিজা এন্টিবায়োটিক ফ্রি (বা দেশি মুরগির কলিজা বা এন্টিবায়োটিক এর ক্ষতিকর প্রভাব মুক্ত) তাহলে আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারবেন।
Dr. Md. Najmul Islam Manik,
DVM, MS, PGT in Surgery,
01728-380402
No comments