Header Ads

Header ADS

বিড়াল কুকুর কে গরুর দুধ বা দুগ্ধজাত পণ্য বা ডেইরী প্রডাক্ট /আইসক্রিম / চকলেট দেয়া যাবে না কেন?

 বিড়াল কুকুর কে গরুর দুধ বা দুগ্ধজাত পণ্য বা ডেইরী প্রডাক্ট /আইসক্রিম / চকলেট:( cow milk, dairy products, Ice-cream, yogurt, chocolate, cheese, sweet, high sugar are forbidden for cats and dogs)

আমরা অনেকেই না জেনে বিড়ালকে গরুর দুধ বা প্যাকেট জাত দুধ খেতে দিই।বিড়ালও না বুঝে খেয়ে নেয়।ফলাফল হিসেবে কস্টে ভোগে আপনার প্রিয় প্রাণী। 

ল্যাকটোজ ইনটলারেন্স:

অল্প বয়সের বিড়ালের ল্যাকটেজ এনজাইম নি:সরণ বেশি হলেও বয়স বাড়ার সাথে সাথে বিড়ালের দুধ/  দুগ্ধজাত পণ্য হজমের ক্ষমতা কমে যায়। দইয়ের ফার্মেন্টেড ব্যাকটেরিয়া ইনটেস্টাইনে সমস্যা সৃষ্টি করে  এবং ডায়রিয়া ঘটাতে পারে।

যদিও সব বিড়াল কুকুরের এই সমস্যা নাও হতে পারে। তবে অধিকাংশ বিড়াল কুকুরের সমস্যা হয়।

অনেক সময় আমরা সখ করে মিস্টি, দই, আইসক্রিম খেতে দিই। যা মোটেও ঠিক না।


ছাগলের দুধ নাকি গরুর দুধ কোনটা উত্তম? :

ছাগলের দুধ সহজেই বিড়াল হজম করতে পারে। 

কারণ ছাগলের দুধের কেজিন প্রোটিন ক্ষুদ্র ও নরম। ছাগলের দুধের ফ্যাট গ্লোবিউল গুলোও আকারে ছোট, ফলে সহজেই হজম যোগ্য। ছাগলের দুধে ক্ষুদ্র চেইন বিশিষ্ট ফ্যাটি এসিড থাকায় তা সহজেই হজম হয়। কিন্তু গরুর দুধ খাওয়ালে গ্যাস হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

কাচা, অপাস্তুরিত দুধ কখনোই খাওয়ানো যাবে না।


আইসক্রিম, মিস্টি, চকলেট, দই এগুলো খাবার দেয়া নিষেধ। এসব জেনে রাখা ভালো।


Dr. Md. Najmul Islam (Manik),

DVM, MS, PGT in Surgery, 

01728-380402 

No comments

Powered by Blogger.