Vomiting of Cat বিড়ালের বমি
বমির কারণ:
আপনার বিড়াল বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বমি করতে পারে। বমি করা, রিগার্জিটেশন করা, কাশি দেয়া, সবই কিন্তু আমরা একই ভাবি।কিন্তু প্রতিটি বিষয় আলাদা।
ভেটেরিনারি ডাক্তার বমির কারণ গুলো জানতে চাইলে ধৈর্য সহকারে তার প্রশ্নের উত্তর দিন, তবেই আপনার আদরের বিড়ালের রোগ সঠিকভাবে নির্ণয় হবে।ফলে সুস্থ থাকবে আপনার বিড়াল।
প্রশ্ন গুলো:
১) আপনি কি খাবারের তালিকায় হঠাৎ কোন পরিবর্তন এনেছেন?
২) আপনি কি বমি শুরুর আগে বা পরে কোন ওষুধ দিয়েছেন?
৩) আপনার ডায়েটে বিড়াল রেগুলার কি কি খায়? (ট্রীট সহ)
৪) আপনার বিড়াল কি বাসার বাহিরে যায় নাকি সারাক্ষণ ই বাসায় থাকে?
৫) আপনার বাসার অন্যান্য বিড়ালেরও কি একই রকম লক্ষণ দেখা দিচ্ছে?
৬) আপনার বিড়াল কতবার বমি করছে? বমির কালার কেমন?
৭) বমি হওয়ার পরেও কি আপনার বিড়াল খাচ্ছে নাকি খাবার বন্ধ?
৮) বমির সাথে আর অন্য কোন লক্ষণ আছে কি? যেমন ডায়রিয়া, ওজন কমে যাওয়া।
আপনি একজন পেট প্যারেন্টস হলে উপরোক্ত বিষয় গুলো যত্ন সহকারে খেয়াল করে মনে রাখবেন, তাহলে ভেটেরিনারি ডাক্তারের রোগ নির্ণয় করতে সুবিধা হবে।
বমি আর রিগার্জিটেড খাবারের মধ্যে আমরা অনেকেই পার্থক্য বের করতে পারি না। এবার জেনে নেয়া যাক:
বিড়াল বমির সাথে যা বের করে তা যদি হজম হওয়া খাদ্যের মত দেখায় তাহলে তা বমি হিসেবে ধরে নিতে হবে। আর যদি এমন ভাবে কিছু বের করে যা হজম হয় নাই তা হচ্ছে রিগারজিটেট খাবার।এটাকে কিন্তু বমি বলে না। মানে যা খাচ্ছে হুবহু তাই বের করে দিচ্ছে।
হেয়ার বল/লোম খেয়ে ফেললে অনেক সময় রিগার্জিটেশন (Regurgitation) হয়। আপনি যদি এত কিছু বুঝতে না চান তবে বমি করার অবস্থা টা ভিডিও করে রাখতে পারেন ভেট কে দেখানোর জন্য।
হঠাৎ তীব্র বমি আর অল্প অল্প করে লম্বা সময়ের বমির মধ্যে কিন্তু পার্থক্য আছে।
হঠাৎ বমি শুরু হতে পারে নতুন কিছু খাওয়ার কারণে, বা কৃমির কারণে বা ভাইরাল, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। এটা কিন্তু চিকিৎসা করলে দ্রুতই ঠিক হয়ে যায়।
আর দীর্ঘ সময় ধরে বমি করার কারণের মধ্যে থাকতে পারে: ক্যান্সার, কিডনির সমস্যা, হাইপোথাইরয়ডিজম যা চলতে পারে সপ্তাহ থেকে মাসের পরে মাস।
বমির প্রধান কারণ সমূহ:
১. হঠাৎ অস্বাভাবিক কিছু খাওয়া,
২. ইনফ্লামেটরি বাউল রোগ(Inflammatory bowel disease),
৩. প্যানক্রিয়াসে সমস্যা,
৪. ক্যান্সার,
৫. হাইপোথাইরয়ডিজম,
৬. কিডনির সমস্যা,
৭. ডায়বেটিস,
৮. কন্সটিপেশন (শক্ত পায়খানা),
৯. পেটের মধ্যে কৃমি,
১০. প্রস্রাবের নালীতে/থলিতে ইনফেকশন,
১১. অপ্রয়োজনীয় ওষুধ সেবন,
১২. কানের ইনফেকশন,
১৩. ভাইরাল / ব্যক্টেরিয়াল ইনফেকশন।
আপনার বিড়াল যে বমি করে তা দেখতে কেমন:
১. হলুদ কালার বমি: (খালি পেটে থাকলেও এমন হতে পারে)
২. রক্ত বমি: আলসার বা এসিডিটির জন্যও হতে পারে।
৩. সাদা ফোমের মত বমি: অন্ত্রে ইনফেকশনের জন্য হতে পারে।
৪. পানি বা স্বচ্ছ তরল বমি: বেশি পানি খাওয়ালে হতে পারে।
৫. কৃমি বমি: সবেচেয়ে বেশি বমি করার কারণের মধ্যে গোল কৃমি বেশি হওয়া একটা কারণ।
৬. খাদ্যের মতই বমি: দ্রুত খেলে অনেক সময় টিউব আকৃতির বমি করতে পারে।
৭. কালো তরল বমি: আলসার বা ইনফ্লামেশনের সাথে রক্ত হজম হলে এমন হতে পারে।
৮. সবুজ বমি: পিত্ত রস খাবারের সাথে বের হলে হতে পারে।
৯. মিউকাস: রিগার্জিটেশন হলে হতে পারে।
কখন বমির জন্য ভেটেরিনারি ডাক্তার ডাকবেন:
১। বিড়াল ২-৩ বারের বেশি বমি করলে।
২। বমির সাথে পাতলা পায়খানা চলমান থাকলে।
৩। বিড়াল ১২ ঘন্টা যাবৎ খাচ্ছে না কিন্তু বমি করে যাচ্ছে। (অনেকেই দেরি করে শেষ পর্যায়ে আসে, যখন চিকিৎসা করে বিড়াল সুস্থ করে তোলা অনেক কস্ট)
৪। যখন আপনার বিড়াল অলরেডি রোগাক্রান্ত হয়ে বমি করতে থাকে।
৫। যখন বমির সাথে কৃমি আসে।
Dr. Najmul Islam Manik,
DVM, MS, PGT in Surgery,
Vet And Pet Care Sirajganj,
BVC - 7538,
Cell: 01728-380402 (whatsapp),
No comments