Header Ads

Header ADS

মেহেদী রংয়ের বিষক্রিয়া

 মেহেদী পাতার টক্সিসিটি বা বিষক্রিয়া:(Henna Tree toxicity in Feline/ cat)

মেহেদী পাতার বৈজ্ঞানিক নাম: Lawsonia inermis,

ইংরেজিতে একে Henna Tree ও বলা হয়ে থাকে।


এটা দিলে বিড়ালের শরীরে বিষক্রিয়া হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে মারাও যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে বিষক্রিয়া এতই ধীর গতির যে, ১-২ দিন পরেও বিড়াল মারা যেতে পারে।


মেহেদী রঙ বা মেন্দি যাই বলি না কেন, এটা দিলে বিড়ালের শরীরে বিষক্রিয়া শুরু হয়। বিড়ালের শরীরে মেহেদী পাতার হজম বা প্রতিবিরুদ্ধ কোন এনজাইম নাই। তাই এটা মুখে বা পেটে গেলে (শরীর পরিস্কার করার সময়ে বা চেটে খাওয়ার সময়ে)  এদের হিমোলাইটিক এনিমিয়া (hemolytic anemia) শুরু হয় ফলে শরীরে আস্তে আস্তে অক্সিজেন সরবরাহ কমতে থাকে বা বন্ধ হয়ে যায়। ফলাফল নির্ঘাত মৃত্যু। 

এটার কারণে রক্তে নাইট্রোজেন বর্জ্যর পরিমাণ বেড়ে যায় ফলে কিডনি ফেইল করতে পারে। 

এই বিষক্রিয়ায় যে প্রধান লক্ষণ গুলো দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. বমি করা,

২. পাতলা পায়খানা করা,

৩. ক্ষুধা মন্দা/ খাবার বন্ধ করে দেয়া।

৪. নিস্তেজ হয়ে চুপচাপ বসে থাকা


প্রয়োজনীয় ব্যবস্থা: উপরিউক্ত লক্ষণ দেখা দিলে, বা ভুলে মেহেদী দিয়ে ফেললে দ্রুত বমি করানোর ওষুধ দিতে পারেন অথবা ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।


রেফারেন্স:

https://greg.app/henna-tree-toxic-to-cats/#:~:text=Found%20in%20the%20leaves%20of,to%20toxic%20reactions%20if%20ingested.

No comments

Powered by Blogger.